আগরতলা: সেপ্টেম্বরের ১৫ তারিখে ত্রিপুরায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল করার কথা। সেই মিছিলের অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের যুক্তি, ওই দিন একই রুটে অন্য একটি দলের মিছিল আছে। তাই দেওয়া যাবে না অনুমতি।
ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা আশীষ লাল সিং জানিয়েছেন, এই দাবি তাঁরা মানেন না। জনগণের দাবিই শেষ কথা বলবে। মানুষ রাস্তায় নামবে। মিছিল হবে। ওঁদের সরকারি দাবিকে তৃণমূল কলাপাতা মনে করে। ওরা কোনও কিছুরই অনুমতি দেয় না। ওরা মিছিল করতে পারবে আর তৃণমূল করলেই দোষ।
পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতা দখলের পর ত্রিপুরায় নিজেদের আস্তানা গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা। সংঘর্ষ বেঁধেছে সেখানকার শাসক দল বিজেপি আর তৃণমূলের মধ্যে। তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে ত্রিপুরাতে। পশ্চিমবঙ্গের শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই ত্রিপুরার ১৬ জন বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে। ২০১৮ সালে ওই সকল বিধায়ক বিজেপির টিকিটে জিতে বিধানসভার সদস্য হয়েছিলেন। সেই যোগদান উপলক্ষেই সম্ভবত যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ১৫ তারিখ ত্রিপুরায় কর্মসূচি রয়েছে।
ত্রিপুরায় বিজেপি ভেঙে চুরমার ॥ 16 জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন ॥#FAM4TMC pic.twitter.com/RrnYolZeoF
— Mamata Banerjee Supporters – #FAM4TMC (@FAM4TMC) September 11, 2021
আরও পড়ুন: BJP: বিজেপিতে আসার জন্য টাকা অফার করা হয়েছিল তাঁকে, দলের বিরুদ্ধে তোপ বিধায়ক শ্রীমন্ত পাতিলের
ত্রিপুরা বিধানসভায় মোট আসন সংখ্যা ৬০টি। ২০১৮ সালের নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল ৩৬টি আসন। আইপিএফটি পেয়েছিল সাতটি আসন। মোট ৪৩ আসন নিয়ে সরকার গঠন করে বিজেপি পরিচালিত এনডিএ জোট। বিরোধী সিপিএম-এর দখলে রয়েছে ১৬টি আসন। টিপরা দলের দখলে রয়েছে একটি বিধানসভা আসন। ঘাসফুল সমর্থকদের দাবি, ১৬ জন বিজেপি বিধায়ক দল ছেড়ে দিলে সরকার পরে যেতে পারে ত্রিপুরায়। তাই কি এইভাবে অভিষেকের সভায় অনুমতি দেওয়া হল না উঠছে প্রশ্ন।
অভিষেক বন্দোপাধ্যায়ের @abhishekaitc এর পদযাত্রার অনুমতি দিলোনা ত্রিপুরা পুলিশ।।
এতদ্বারা প্রমাণিত ভয় পেয়েছে বিজেপি। ভীতু বিপ্লব বাবু তৈরি হন, খেলা হবে।#TripurayKhelaHobe #FAM4TMC pic.twitter.com/z3sydrWPWL
— Mamata Banerjee Supporters – #FAM4TMC (@FAM4TMC) September 13, 2021
আরও পড়ুন: গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল