কলকাতা: সুপ্রিম কোর্টের কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন (SSC Job Cancel) ২৬ হাজার। এই রায়ের নেপথ্যে কোনও খেলা হচ্ছে না তো? সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তুলে দিয়েছেন।ন্যায়ের দাবিতে পথে নামছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC Rally on Jobless Teacher Issue)। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) দলের কর্মসূচির কথা জানান। ইতিমধ্য়েই এই ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপি সুর চড়াতে শুরু করেছে। এদিন কালীঘাট চলো ডাক দিয়ে পথে নেমেছিল বিজেপির যুব মোর্চা।
কুণাল ঘোষ বলেন, ২৬ হাজার চাকরি চলে গেল। তাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁর মতো করে লড়াই চালাবেন। এই যে চক্রান্তের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আগামী ৯ এপ্রিল বিকেল ৩ টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূলের ছাত্র পরিষদ। ১১ এপ্রিল কলকাতা-সহ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতি ব্লক, টাউন ও ওয়ার্ডেও মিছিল করা হবে।
আরও পড়ুন: চাকরিহারাদের জন্য ৫ রকমের বড় প্ল্যান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্য খবর দেখুন