কলকাতা: ভুয়ো আইপিএস, ভুয়ো সিবিআই অফিসার-এর পর এবার ভুয়ো এনফোর্সমেন্ট ডিরেক্টর! প্রতারণার স্বীকার স্বয়ং তৃণমূল সাংসদ শান্তনু সেন। অভিযোগ, চন্দন রায় নামে এক ব্যক্তি ইডি অফিসার শান্তনু মিত্রর পরিচয় দিয়ে তৃণমূল সাংসদকে ফোন করেন। ইডি দফতরে সাংসদের নামে প্রচুর অভিযোগ জমা পড়েছে বলে জানান তিনি। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য শান্তনু সেনের থেকে কয়েক লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত। প্রতারিত হতে পারেন বুঝে ঘটনার অভিযোগ জানাতে লালবাজারে ফোন করেন সাংসদ। তদন্তে নেমে অভিযুক্ত চন্দন রায়কে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন:আরও বিস্তৃত ‘ভুয়োকাণ্ডে’র জাল, গোপনে ছাপছে নকল আধার কার্ড
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার জাল কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর আগে ভুয়ো আইএএস কাণ্ডে দেবাঞ্জনের নাম উঠে আসে শিরোনামে। টিকা নিতে এসে জালিয়াতি চক্রে পড়েন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। দেবাঞ্জন দেবের গ্রেফতারির পরে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। পুরসভার নামে খোলা কসবার ভুয়ো অফিস থেকে একাধিক জাল সরকারি নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারী অফিসাররা। বাজেয়াপ্ত হয় দেবাঞ্জনের নীলবাতি দেওয়া গাড়ি। ভুয়ো আইএএস-এর পর এবার ভুয়ো ইডি অফিসার পরিচয় দিয়ে সাংসদের থেকে টাকা হাতানোর চেষ্টা করে লালবাজারের জালে এক ব্যক্তি।