কলকাতা: এক মাস আগে তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত পবন কে বর্মা (Pavan K Varma new Vice President of TMC)৷ নতুন দলে যোগ দিয়েই গুরুদায়িত্ব পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন সৈনিক৷ রবিবার প্রেস বিবৃতি দিয়ে দলের তরফে জানান হয়, পবন কে বর্মাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করা হল৷ তৃণমূল আশাবাদী, পবন বর্মার অগাধ জ্ঞান এবং রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন উচ্চতায় পৌঁছবে তারা৷ সেই সঙ্গে দেশের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার লড়াইয়ে তৃণমূলকে এগিয়ে রাখবে৷
Hon’ble Chairperson, Smt. @MamataOfficial takes great pride in appointing Shri @PavanK_Varma as the Vice President of All India Trinamool Congress with immediate effect. pic.twitter.com/gbmSF9GF4M
— All India Trinamool Congress (@AITCofficial) December 19, 2021
পবন বর্মা একজন দক্ষ কূটনীতিবিদ৷ এক কালে ভুটানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন৷ তৃণমূলে যোগ দেওয়ার আগে পবন বর্মা ছিলেন জেডি(ইউ)-র সদস্য৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভরসার পাত্র ছিলেন৷ জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন৷ দলের মুখপাত্রের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে৷ পরবর্তীকালে জেডি(ইউ)-র টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ হন৷ সেই নীতীশ কুমারের সঙ্গে নানা ইস্যুতে তাঁর দুরত্ব তৈরি হয়৷ জেডি(ইউ) ছেড়ে বেরিয়ে আসেন৷ গত নভেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময় পবন বর্মা তৃণমূলে যোগ দেন৷ উত্তরীয় পরিয়ে মমতা নিজে তাঁকে দলে স্বাগত জানান৷
আরও পড়ুন: KMC Election 2021: বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করে উৎসবের মেজাজে ভোট, দাবি পার্থর