কলকাতা: মঙ্গলবার ও বুধবার কলকাতায় বসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2023)। ইতিমধ্যে সেজেছে কলকাতা, রাজারহাট সল্টলেক-সহ বিস্তীর্ণ এলাকা। এই সম্মেলনে ২৮টি দেশ থেকে শিল্পপতি (Industrialists) ও ব্যবসায়ীরা (Businessmen) উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। থাকবে বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রতিনিধিরাও। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য নিউটাউন (Newtown) চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commissionerate) তরফে। ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ওই রাস্তায় কোনও পণ্যবাহী গাড়ি চলবে না।
‘বাংলা মানে ব্যবসা’আর এই ভাবনাকেই সুদূরপ্রসারী করার পাশাপাশি বিনিয়োগ পাওয়ার লক্ষ্যে রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে হাজির থাকবেন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। পাশাপাশি যোগ দেবেন বাংলার শিল্পপতিরাও। এছাড়াও, দুবাই খ্যাত লুলু গ্রুপের আধিকারিকরা এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে বলে মনে করা হচ্ছে। দেশ-বিদেশের অনেক শিল্পপতিরা আসবেন, সে কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিউটাউন চত্বর।
আরও পড়ুন: মঙ্গলে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন
বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ওই পথে কোনও পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকাল ৭টা থেকে মাঝরাত পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে এই কড়াকড়ি চালু থাকবে। নিউটাউন চত্বরে বিশ্ব বাংলা সরণি হয়ে বেশ কিছু বাসও চলাচল করে। সেগুলিরও যাত্রাপথ মঙ্গলবার অর্থাৎ ২১ নভেম্বরের জন্য বাসরুট (Bus Routes Diverted)পরিবর্তন করা হচ্ছে। চিংড়িঘাটা থেকে নিউটাউন হয়ে বিমানবন্দরের দিকে যাতায়াত করে, এমন মোট দশটি বাস রুট রয়েছে। সেগুলিকে আগামিকাল সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ভিআইপি রোড হয়ে চলাচল করবে। এছাড়া চিনার পার্কের থেকে নারকেলবাগানের দিকে যাতায়াত করা বাসগুলিকে আকাঙ্খা মোড় হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
সম্মেলনে আসা অতিথিরা এয়ারপোর্ট থেকে কেউ রাজারহাট নিউটাউনে আবার কেউ যাবেন দক্ষিণ কলকাতার বিভিন্ন পাঁচতারা হোটেলে যাবেন। রাস্তার দুপাশে বড় বড় হোর্ডিংব্যানার লাগানো হয়েছে।তাতে বাংলার উন্নয়ন এবং সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে। রাস্তার রেলিং, ফুটপাতের কার্ভ চ্যানেল নীল সাদা রংয়ের প্রলেপ দেওয়া হয়েছে। পথের দু’ধারে এবং ফ্লাইওভারের নীচে বাহারি গাছ গাছালি চোখে পড়ছে। গোটা শহরকে সাজিয়ে তোলা হয়েছে।
আরও অন্য খবর দেখুন