কলকাতা: বিজেপির সঙ্গেও বেশিদিন ‘ঘর’ করতে পারলেন না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ বৃহস্পতিবার সকালে টুইটে বিচ্ছেদ ঘোষণা করেন টলি সুন্দরী৷ জানিয়ে দেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক তিনি ছিন্ন করছেন৷ অভিনেত্রী লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপিতে নতুন ভাবনা চিন্তা এবং আন্তরিকতার অভাব রয়েছে৷ তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি৷’
আরও পড়ুন: কাঁটা তার কেটে গরু চুরি করে পালাল বাংলাদেশি দুষ্কৃতীরা, ‘কোথায় বিএসএফ’ প্রশ্ন ক্ষুব্ধ স্থানীয়দের
মাত্র আট মাসেই শেষ অভিনেত্রীর পদ্ম সফর৷ বিধানসভা ভোটের আগে গত ২ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি৷ ওই দিন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ এবং অমিত মালব্যর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন৷ একুশের ভোটে তিনি ছিলেন বিজেপির অন্যতম তারকা প্রার্থী৷ শ্রাবন্তীকে পশ্চিম বেহালা কেন্দ্র থেকে ভোটে লড়াই করার টিকিট দিয়েছিল দল৷ যে কেন্দ্রে তাঁর বিপরীতে ছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়৷ শ্রাবন্তীর গ্ল্যামার ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূলকে হারাতে চেয়েছিল বিজেপি৷ কিন্তু ২ মে ফল প্রকাশের পর দেখা যায়, বিরাট মার্জিনে জিতে যান পার্থ চট্টোপাধ্যায়৷
Severing all ties with the BJP, the party for which I fought the last state elections.Reason being their lack of initiative and sincerity to further the cause of Bengal…
— Srabanti (@srabantismile) November 11, 2021
ভোটে হেরে যেতেই শ্রাবন্তীকে আর বিজেপির কোনও কর্মসূচিতে অংশ নিতে দেখা যাননি৷ দলের সঙ্গে একরকম দুরত্ব বজায় রেখে চলতেন৷ বরং বন্ধু ও কাছের মানুষদের সঙ্গে হইহুল্লোড় ও পার্টি করেই সময় কাটাতেন৷ সোশাল মিডিয়ায় পোস্ট করতেন সেই ছবিও৷ তাই আজ বিজেপি নেতাদের একাংশের মতে, মন থেকে সম্পর্ক আগেই ঘুচিয়ে দিয়েছিলেন৷ আজ আনুষ্ঠানিক ঘোষণা করলেন৷ এদিকে শ্রাবন্তীর দল ছাড়া প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ভোটের পর উনাকে আমি দলের কোনও অনুষ্ঠানে দেখিনি৷ আমরা চাই না কেউ দল ছাড়ুক৷ তবে এভাবে টুইট করে দল ছাড়ায় তাতে বিজেপির গ্রহণযোগ্যতা বা ভাবমূর্তি কোনওটাই নষ্ট হবে না৷ এতে মানুষ বুঝতে পারেন কেন তারা দলে আসেন বা দল ছাড়েন৷’
সুখের সে-দিন ৷ ২ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী৷ ফাইল চিত্র৷