কলকাতা: গরমে কাবু রাজ্যবাসী। তবে এই অস্বাভাবিক গরম থেকে আপাতত রেহাই মিলছে না। অত্যধিক গরম থাকবে এপ্রিল মাসেও। গোটা মাসজুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার কলকাতা ও আশপাশের দেলাগুলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার ক্ষেত্রে নির্দিষ্ট বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলেও অস্বস্তি এখনই কাটবে না। সাময়িক স্বস্তি পেলেও তাপমাত্রার কোনও হেরফের ঘটবে না। তাপমাত্রার এমন অবস্থা বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে এপ্রিলের শুরুতেই প্রবল গরমে পুড়ছে বাংলা। এখনও দেখা পাওয়া যায়নি কালবৈশাখীর। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.০৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই পরিস্থিতির বদল হবে বলেও পূর্বাভাস। সেই মতো কয়েকটি জেলায় বজ্রবিদুত-সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুত্-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সোমবারও সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুত্-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Petrol Diesel Prices Hike: ফের দামবৃদ্ধি জ্বালানির, ১৩ দিনে ১১ বার
শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুত্-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সবকিছুর পর বাংলায় বৃষ্টি হয় কিনা এখন সেটাই দেখার।