কলকাতা: আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে বিয়ের মরশুম। তার আগেই এল সুখবর। অনেকটাই কমল সোনার দাম (Gold Price)। মাঘের শুরুতেই, মঙ্গলবার দাম বেড়েছিল সোনার। বুধবারে এক ধাক্কায় হাজার টাকা কমল সোনার। সুতরাং, বিয়ের মরশুমে সোনার গহনা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে।
১৭ জানুয়ারি ২২ ক্য়ারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার ৫০ টাকা। গতকাল ১০ গ্রামের সোনার দাম ছিল ৫৮ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার। বুধবার ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১ হাজার টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনারও দাম কমেছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩ হাজার ৩৩০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের তুলনায় ১১০ টাকা দাম কমেছে। ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৩০০ টাকা। গতকালের তুলনায় ১১০০ টাকা দাম কমেছে সোনার।
আরও পড়ুন: মাত্র দশটি তুলসী পাতাই হবে আপনার জীবনের মহৌষধী!
১৮ ক্যারেটের সোনার দামও কমেছে বুধবার। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪৭ হাজার ৪৯০ টাকা। গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ একদিনে ৯০ টাকা দাম কমেছে। ১৮ ক্য়ারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ৯০০ টাকা দাম কমেছে। প্রসঙ্গত সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। ১ কেজি রুপো কিনতে আজ খরচ হবে ৭৬ হাজার ৫০০ টাকা।
আরও খবর দেখুন