কলকাতা: আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। দক্ষিণে আজ মাঝারি থেকে হালকা বৃষ্টি পূর্বাভাস। আগামীকাল থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ কমবে (weather report)। সোমবারের মতোই মঙ্গলবারও পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কোথায় কোথায় রয়েছে আজ বৃষ্টির পূর্বাভাস? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর!
হাওয়া অফিস বলছে, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আগের থেকে খানিকটা বেড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় বাড়ছে অস্বস্তিও। আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। মঙ্গলবার সকালে শহর কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পাড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন: দত্তপুকুর কাণ্ডে এখনই হস্তক্ষেপ করতে নারাজ কলকাতা হাইকোর্ট
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে ১ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।