কলকাতা: রোদ ঝলমলে আবহাওয়া (Weather) আর মেঘমুক্ত আকাশে রাজ্যজুড়ে ঠান্ডার আমেজ। সকাল ও রাতে হালকা শিরশিরানি বেশ অনুভব হচ্ছে। ডিসেম্বরের শুরুর দিকে শীতের আগমন ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে, তাতে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রাজ্যবাসীর একটাই প্রশ্ন, জাঁকিয়ে শীত কবে পড়বে বঙ্গে? আবহাওয়া অফিস জানিয়েছে, আজ জগদ্বার্থী পুজোর দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাভনা নেই। ঠান্ডার মেজাজ বহাল সর্বত্র। আরও নেমে যেতে তাপমাত্রা।
চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। আপাতত কিছুদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০- ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এখন থেকে দুই বঙ্গেই কমবে তাপমাত্রা। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে। পশ্চিমের জেলা গুলিতেও ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা। ডিসেম্বরের শুরু থেকে জোরসে কামড় বসাবে শীত। তবে, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র
আজ মঙ্গলে উত্তরবঙ্গের দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
দেখুন আরও অন্য খবর