কলকাতা : আজ, শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন। আজ অ্যাপ্রবেশন বিল ছাড়াও ২ টি দফতরের বাজেট নিয়ে আলোচনা হবে। নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর ও পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের বাজেটের ওপর আলোচনা হবে। ২ জুলাই, শুক্রবার নির্বাচন শেষ হওয়ার পর এটাই রাজ্য সরকারের প্রথম অধিবেশন৷ বাজেট অধিবেশনের সূচনা হয়েছিল এক নজিরবিহীন ঘটনা দিয়ে। প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়। সেই মত সঠিক সময়ে বিধানসভায় উপস্থিত থেকে ভাষণ দেওয়া শুরু করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তাঁর ভাষণ পড়া শুরু হতেই বিজেপি বিধায়করা ওয়েলে নেমে আসেন৷ তারপর তাঁরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করেন৷ তাঁদের স্লোগানের জন্য রাজ্যপালের ভাষণ শোনা যাচ্ছিল না। যার ফলে মাত্র ৪ মিনিট পর ভাষণ শেষ করে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান রাজ্যপাল।