কলকাতা: রাজ্যে দ্রুত উপনির্বাচন চেয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তাঁরা আগামী সাত দিনের মধ্যে বকেয়া সাত বিধানভার উপনির্বাচন চাইবেন৷
এই মুহূর্তে রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন বকেয়া রয়েছে৷ তার মধ্যে ভবানীপুর কেন্দ্রর দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ, এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন৷ মনে করা হচ্ছে, এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) উপনির্বাচনের প্রার্থী হবেন।
বাকি ছয় বিধানসভা খড়দহ, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, দিনহাটা, গোসাবা উপনির্বাচন হবে। ভোটের ফলাফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান খড়দহের বিধায়ক কাজল সিনহা। সূত্রের খবর, খড়দহে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন৷ বিজেপির নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। সাংসদ হিসাবেই কাজ করছেন তাঁরা। তাই, তাঁদের ছেড়ে যাওয়া শান্তিপুর ও দিনহাটায় ফের ভোট হবে৷ কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। গোসাবা আসনে ফের ভোট হবে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে বিধানসভা ভোটের সময় নির্বাচন হয়নি। মুর্শিদাবাদ জেলার ওই দুই আসনেও ভোট হবে।