কলকাতা: কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের (Waqf Bill) বিরোধিতায় পথে নামছে বাংলার শাসকদল। তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পথে নামছে সংখ্যালঘু সেল। শনিবার রানি রাসমণি রোডে (Rani Rasmoni Road) সভার প্রস্তুতি তুঙ্গে।
ওয়াকফ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোনও আলোচনাই করেনি কেন্দ্র, এই অভিযোগে আগেই সংসদে সরব হয়েছে তৃণমূল। গত বৃহস্পতিবার এ ব্যাপারে বিধানসভা অধিবেশন থেকে কড়া বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সরকারের এই বিল ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। ওয়াকফ প্রপার্টিতে শুধু মুসলিম সম্প্রদায় দান করে না, অন্য সম্প্রদায়ের মানুষও দান করেন, যাতে সেই সম্পত্তি সাধারণ মানুষের কাজে লাগে। এবার ওয়াকফ নিয়ে পথে নামছে বাংলার শাসকদল।
আরও পড়ুন: নয়া বিধায়কদের শপথ গ্রহণ সোমবার, থাকবেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রীর নির্দেশে হওয়া এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন জেপিসি কমিটির অন্যতম সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম-সহ (Firhad Hakim) অন্যান্যরা। থাকবেন তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনও। তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার আদতে এই বিল এনে সংখ্যালঘুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বিল লাগু করে তারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। এর প্রতিবাদে মানুষকে সংগঠিত করতে এই আয়োজন।
দেখুন অন্য খবর:
The post ওয়াকফ বিলের বিরোধিতায় শনিবার রাজপথে তৃণমূল first appeared on KolkataTV.
The post ওয়াকফ বিলের বিরোধিতায় শনিবার রাজপথে তৃণমূল appeared first on KolkataTV.