কলকাতা: ভবানীপুরে অবাঙালি বলে কেউ নেই। যারা আছেন তাঁরা ভারতীয় এবং সবাই বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুর উপনির্বাচনে প্রচারে নেমে এ কথাই বললেন তৃণমূল কংগ্রেস নেতা তথা মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।
দিন কয়েক আগে থেকেই ভবানীপুরে প্রচারে নেমেছে জোড়াফুল শিবির। সপ্তাহের অন্য দিনের পাশপাশি রবিবাসরীয় প্রচারের কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই শুরু হয়েছে প্রচার। কর্মী-সমর্থকদের নিয়ে আজ সকালে ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে নামে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: রেকর্ড মার্জিনে জিতবেন মমতা, প্রচারে বেরিয়ে বললেন ভবানীপুরের অন্যতম সেনাপতি ববি
৭৩ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শুধু তাই নয়, তিনি এই ওয়ার্ডের ভোটারও। তাই এখানে কার্যত ঘরের মেয়ে মমতা। তাও কোনওভাবেই ঝুঁকি নিতে চায় না তৃণমূল কংগ্রেস। প্রচার এবং জনসংযোগ সবটাই বজায় রাখতে একেবারেই ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিরা। আজও তেমনটাই দেখা গেল কালীঘাট রোডে ৭৩ নম্বর ওয়ার্ডের প্রচারে।
‘ভবানীপুর নিজের মেয়েকেই চায়’ ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে গোটা বিধানসভা এলাকা। ‘খেলা হবে’ ব্যানারেও সেজে উঠেছে গোটা এলাকা।ইতিমধ্যেই দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রচারের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷
আরও পড়ুন: নেই বাড়ি-গাড়ি, পাঁচ বছরে আয় বৃদ্ধি ৬ লক্ষ, মমতার সম্পত্তির পরিমাণ কত?
৭১ এবং ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে৷ ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডে মমতার প্রচার নেতৃত্বের রয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ ৭৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে নেত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। ৭০ নম্বর ওয়ার্ডে প্রচারের যাবতীয় দায়িত্ব সামলাবেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই জোরদার প্রচার শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০ জনের তালিকা তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী, সৌগত রায়, কুণাল ঘোষ, সুখেন্দুশেখর রায় এবং মালা রায় প্রচার করবেন।
আরও পড়ুন: ধুতি-পাঞ্জাবি পরো, তবে ভোট-প্রচারে বেশি সাজুগুজু করো না, মদনকে পরামর্শ মমতার
মন্ত্রীদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের তারকা প্রচারক। সিনিয়র হেভিওয়েট নেতাদের নাম রয়েছে তালিকায় তেমনি রয়েছেন ইয়ং ব্রিগেডেও। তালিকায় নাম রয়েছে যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব।