কলকাতা: শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য রাজ্যের ৫২ জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার (Education Awards) দেওয়া হবে। শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষে ৫ সেপ্টেম্বর আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষা দফতরের তরফে শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানেই শিক্ষক-শিক্ষিকাদের হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এ বার মাত্র পাঁচ জন শিক্ষককেও সরাসরি শিক্ষারত্ন পুরস্কার তুলে দেবেন মমতা। বাকিরা পুরস্কার পাবেন জেলায় জেলায় আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে। যদিও সেই সব অনুষ্ঠানেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এই ৫২ জন শিক্ষকের মধ্যে ১২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়, ২৫ জন মাধ্যমিক স্কুল এবং ১৫ জন প্রাথমিকের শিক্ষক৷ প্রায় সব জেলা থেকেই একজন বা দু’জন করে শিক্ষককে শিক্ষারত্ন সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। মূলত যাঁরা স্কুলের পরিবেশে বদল এনেছেন, স্কুলছুটদের স্কুলমুখো করেছেন, তাঁদেরই সেরা শিক্ষক হিসাবে বেছে নেওয়া হয়েছে৷ একইসঙ্গে রাজ্যের ১৩টি বিদ্যালয়কে সেরা বিদ্যালয় পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলার শিক্ষা আধিকারিকদের কাছে এই বিষয়ে একটি নির্দেশিকাও পৌঁছে গিয়েছে। যেখানে বলা হয়েছে, শিক্ষক দিবসের অনুষ্ঠানে দুপুর ১টায় যোগ দিতেব হবে। জেলা স্তরের শিক্ষা আধিকারিকদের এই অনুষ্ঠানে ভার্চুয়াল উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন:তৃণমূলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সিপিএমের