কলকাতা: রাত পোহালেই নয়া বছর, বর্ষবরণের (New Year) আনন্দে গোটা বিশ্ববাসী। তবে গোটা ডিসেম্বর জুড়ে কলকাতাতে (Kolkata) সেইভাবে পারদ পতন হয়নি। কারণ ছিল নিম্নচাপ (Low Pressure) ও সেইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার (Western storm) চোখ রাঙানি। তবে এবার বদলাবে আবহাওয়া,অন্তত তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
১ লা জানুয়ারি থেকেই পারদ পতন হবে। ধীরে ধীরে বদলাবে তাপমাত্রা। জানুয়ারি মাসের শুরুতেই আশার আলো শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের আমেজ তৈরি হবে। জাঁকিয়ে শীত (Winter) না পড়লেও একদমই নিরাশ করবে না আবহাওয়া, কিছুটা হলেও ঠান্ডার অনুভূতি পাবে মানুষ।
আরও পড়ুন-বর্ষবরণে অতিথি হতে চান, নজর কাড়ল কলকাতা পুলিশের নয়া পোস্ট
আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। নিম্নচাপ আর পশ্চিমি ঝঞ্ঝায় এবার এবছর আটকে থাকল শীত। অর্থাৎ বর্ষবরণের রাতেও উষ্ণ আবহাওয়ার মধ্যেই পালন করবে সকলে।
আজ, ৩১ ডিসেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পঙের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেইসঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায়।
দেখুন অন্য খবর-
The post রাত থেকেই বদলাবে আবহাওয়া, জানুয়ারিতে পারদ পতনের পূর্বাভাস first appeared on KolkataTV.
The post রাত থেকেই বদলাবে আবহাওয়া, জানুয়ারিতে পারদ পতনের পূর্বাভাস appeared first on KolkataTV.