কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। তালিকায় নাম না থাকলেও চাকরি প্রার্থীরা তাঁদের আবেদন করতে পারবেন। সরাসরি গিয়ে আবেদন জমা দিতে পারবেন। বা স্পিড পোস্ট, রেজিস্ট্রি চিঠির মাধ্য়মে করতে পারেন। আবেদন করতে পারেন ই-মেলেও। নিয়োগ যেমন শুরু হবে, তালিকার বাইরে থাকা আবেদনকারীদের ইন্টারভিউও শুরু হবে আগামী সপ্তাহে।
আবেদনের ভিত্তিতে ইন্টারভিউয়ের পর প্রার্থীদের মূল্য়ায়ন করবে কমিশন। যার ভিত্তিতে কমিশন তাঁদের জবাব দেবে। এই গোটা প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু করে ১২ সপ্তাহ বা ৩ মাসের মধ্য়ে শেষ করতে হবে।
শুক্রবার উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় হাইকোর্ট৷ এই ঘোষণার ফলে উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় জটিলতা কেটে গিয়েছে। ২ জুলাই উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনকে ৭ দিনের মধ্যে স্বচ্ছ তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল। শুক্রবার সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
এসএসসি চেয়ারমান শঙ্খশুভ্র সরকার বলেন, আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া। ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিল সেই প্রার্থীদের সাম্প্রতিক তালিকায় নাম না থাকলে তাঁরা ফের আবেদন করতে পারবেন। এসএসসি অফিসে এসে হার্ড কপি দেওয়া যাবে। রেজিস্ট্রি পোস্টে পাঠানো যাবে বা ই-মেল করে অভিযোগ জানানো যাবে। আগামী মঙ্গলবার এসএসসির ওয়েবসাইট এ নির্দিষ্ট অভিযোগের ইমেইল আইডি জানানো হবে। ২০১৬ সালে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন তাদের বয়স ৪০ পেরিয়ে গেলেও যোগ্যপ্রার্থীরা চাকরি পাবেন।