কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আপাতত ধর্মঘট স্থগিত রাখল ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। ফলে পেট্রোল পাম্পগুলিতে যে তেল সংকট তৈরি হয়েছিল তা সাময়িকভাবে কাটতে চলেছে। টেন্ডারের বিষয়ে আগামিদিনে আলোচনা করা হবে বলে লিখিত আশ্বাস দিয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। তারপরই ৪৮ ঘণ্টা পর উঠল ধর্মঘট।
আরও পড়ুন: পকসো আইনে মামলার চাপে টুইট মুছলেন রাহুল
শনিবার সকাল থেকেই দফায় দফায় বৈঠকে বসেছিল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ৬০টা ট্যাঙ্কারকে বসিয়ে দেওয়া হয়েছিল। কমানো হয়েছিল পরিবহণের খরচও। এরপরেই ধর্মঘটের সিদ্ধান্ত নেন ট্যাঙ্কার মালিকরা। তাঁদের দাবি, পরিবহণ বাবদ ট্যাঙ্কারগুলির ন্যূনতম ভাড়া ২৭০০ টাকা রাখতে হবে। গত ৪ আগস্ট ইন্ডিয়ান অয়েলের তরফে জারি করা টেন্ডারে এই ভাড়া ৬০০ টাকা কমিয়ে ২১০০ টাকা করা হয়েছিল। তেল সরবরাহকারী ট্যাঙ্কারগুলির সংখ্যা ছিল ১৯৬। সেই গাড়ির সংখ্যাও ৬০ টি কমিয়ে ১৩৬ টি করা হয়।
আরও পড়ুন: প্রবল বর্ষণে মালদায় ভাঙন, গঙ্গাগর্ভে বিলীন ৪০০ বাড়ি
ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের দাবি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘট চলায় ডিজেল, পেট্রোলের সরবরাহ না থাকায় হাওড়া, দুই ২৪ পরগণা এবং নদিয়ার একাংশের প্রায় দেড়শোটি পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তেল না পেয়ে সংকটের মধ্যে পড়়েছিল রাজ্যের গণপরিবহন ব্যবস্থা। পাম্পগুলি তেলশূন্য হওয়ায় বাস, ট্যাক্সি থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক বন্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। এই ধর্মঘট তুলে নেওয়ায় তা থেকে এদিন মিলল স্বস্তি।