ওয়েব ডেস্ক: সাল্যাইন কান্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ জন চিকিৎসক। কিন্তু এবার তাঁদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে যেই সাস্পেনশনের নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:রাজ্য়ে আরও পাঁচ হাজার প্যারা মেডিক্যাল কর্মী নিয়োগ: মমতা
মেদিনীপুর মেডিক্যাল কলেজে বেআইনি সাল্যাইন দেওয়ার জেরে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে। আর তারপরেই এই ঘটনায় কড়া অ্যাকশন গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, যারা এমন ঘটনা ঘটেছে তাঁদের কোনভাবেই বরদাস্থ করা যাবেনা। আর এবার এই ঘটনাটেই আজ চিকিৎসকদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, জুনিয়র চিকিৎসকেরা সবে মাত্র নিজেদের ক্যারিয়ার শুরু করেছেন, তাই তাদের এমনভাবে সাসপেন্ড করে দেওয়া হলে তা ভবিষ্যতের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন তিনি। আর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে উঠতে চলেছে সাস্পেনশন।
দেখুন অন্য খবর