কলকাতা টিভি ওয়েব ডেস্ক : পুজোর পরেই স্কুল খোলার কথা। স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা করেনি রাজ্য সরকার তথা শিক্ষা দফতর। কিন্তু তার আগে যাবতীয় কাজ মিটিয়ে রাখতে চাইছে দফতর। বিকাশ ভবনের তরফে এদিন দেওয়া হল একাধিক নির্দেশ। সমস্ত প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে সময়সীমা ধার্য করে দিল বিকাশ ভবন। বিকাশ ভবনে উচ্চপর্যায়ে ভার্চুয়াল বৈঠক হয় শিক্ষা সচিব ও সমস্ত জেলার ডিআই ও শিক্ষা আধিকারিকদের মধ্যে।
এই ভার্চুয়াল বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
আরও পড়ুন – গোয়া বিধানসভা নির্বাচনে AAP, TMC কে ‘প্রান্তিক খেলোয়ার’ বলে কটাক্ষ চিদম্বরমের
স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও সংস্কারের জন্য পুজোর আগেও ১০০ কোটি টাকার উপর অর্থ বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে, চলতি মাস জুড়ে উৎসবের মরসুম চলায় দফতরের এত কাজ একসঙ্গে করার আবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সংগঠনগুলি।
এই বিষয়ে প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছে, পুজো, দীপবলীর ছুটিতে স্কুল বন্ধ রয়েছে। তাই দফতরের দেওয়া কাজগুলি করার জন্য আরও সময়ের প্রয়োজন রয়েছে।