কলকাতা: গোটা রাজ্যের আলোচনার কেন্দ্রে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। প্রথমবর্ষের পড়ুয়ার (Student) মৃত্যুকে ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। এদিকে পুলিশি (Police) তদন্তের (Investigation) ভয়ে এক পড়ুয়া বারবার আত্মহত্যার কথা বলতে থাকায় মেন হোস্টেলের আবাসিকরা ভয় পেয়ে যান। তাঁরা ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে ফোন করেন রবিবার রাতে। মেন হস্টেলে পৌঁছন নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ, রেজিস্ট্রার, ডিন সহ অন্য অফিসাররা। পাশাপাশি সাইকোলজি বিভাগের একজনকে নিয়ে যাওয়া হয় কাউন্সেলিংয়ের জন্য। সূত্রের খবর, কাউন্সেলিংয়ের পর ভালো আছেন ওই ছাত্র।
এদিকে ওই ছাত্রের বাবাকেও ডেকে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, যাদবপুরের ঘটনার তদন্তের জন্য ওই পড়ুয়াকে ডাকা হয়েছিল। কিন্তু অভিযুক্ত হিসেবে নাম নেই ওই পড়ুয়ার। ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্তকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
আরও পড়ুন:মাদক সেবনের প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণের অভিযোগ উঠল খাস কলকাতায়