কলকাতা: এবার দিল্লির উদ্দেশে রওনা দিলেন আরজি কর কান্ডে নির্যাতিতার বাবা-মা। বৃহস্পতিবার দিল্লিতে পারি দেবেন তাঁরা। দেখা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ডিরেক্টরের সঙ্গে। সুবিচার ছিনিয়ে আনতে এবার দিল্লির উদ্দেশ্যে যাবেন তাঁরা বলে জানা যাচ্ছে। আগামীকাল সকাল ১০ টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে তাঁরা বেড়বেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ এর ৯ অগাস্ট আরজি করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় এক জুনিয়র চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর তারপর থেকেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠে। চিকিৎসকদের প্রতিবাদের ডাকে তিলোত্তমার বিচারের দাবিতে রাত জাগেন সকলেই। শুধুমাত্র কলকাতা নয়, বঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যায় প্রতিবাদের আঁচ। প্রথমে এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করে সঞ্জয় রায়কে।
আরও পড়ুন: মসজিদ ঘিরে বিতর্ক! সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি উত্তর প্রদেশ সরকারের
আরজি কর কাণ্ডে প্রথম থেকেই একজনকেই দোষী সাব্যস্ত করা হয়। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে যেই চার্জশিট বারবার পেশ করা হয় আদালতে তাতে নাম উঠে আসে শুধু সঞ্জয়েরই। গত শনিবার শিয়ালদহ আদালতের তরফ থেকে সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করা হয়। শিয়ালদহ আদালতের তরফ থেকে সঞ্জয়কে যাব্বজীবন কারাদণ্ড দেওয়া হয়। আর আদালতের এই রায়তে কেউই খুশি নন। সকলেই দাবি করেছিলেন এই নৃশংস ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ফাসিঁ দিতে হবে।
কিন্তু এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে উল্লেখ করে আসছেন সকলে। সিবিআইয়ের নিষ্ক্রিয়তার কারণে বাকি অভিযুক্তরা ছাড়া পেয়ে যান বলে বারবার উল্লেখ করা হয়। কিন্তু কেন বাকি অভিযুক্তদের সঠিক তদন্তের দ্বারা গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্ন তুলে সরব হন সকলে। আর এবার সেই প্রশ্নের জবাব খুঁজতে এবং সঠিক বিচারের দাবিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চলেছেন নির্যাতিতার বাবা-মা।
দেখুন অন্য খবর