কলকাতা: প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থী (Candidate List) ঘোষণা করেছিল বামেরা (Left)। তারপর আলিপুরদুয়ার আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ফের এক দফার প্রার্থী তালিকা ঘোষণা কর বামেরা। শনিবার বামফ্রন্টের বৈঠক শেষে চেয়ারম্যান বিমান বসু চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। মুর্শিদাবাদে প্রার্থী করা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। রানাঘাটে করা হয়েছে প্রাক্তন সাংসদ অলকেশ দাসকে, বর্ধমান-দুর্গাপুরে সুকৃতী ঘোষাল, বোলপুরে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। এখনও পর্যন্ত সব মিলিয়ে ২১টি আসনে প্রার্থী দিল বামেরা।
কিছু আসন নিয়ে শরিকি ঝামেলা পোহাতে হচ্ছে সিপিএমকে। এদিন বিমান বসু বলেন, এই সব নানা কারণে ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করতে হচ্ছে। অনেক ধরনের আলোচনা করতে হচ্ছে। গত বিধানসভা ভোটে বামেদের জোট সঙ্গী ছিল কংগ্রেস ও আইএসএফ। এবার তাদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে। পুরুলিয়া আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে বলে জেদ ধরে বসেছিল। ইতিমধ্যে কংগ্রেস ওই আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বৃহস্পতিবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। তবে সব আসনে করেনি। ওই দিন প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফও।
আরও পড়ুন: ফের এক দফা প্রার্থী তালিকা বামেদের
আরও খবর দেখুন