কলকাতা : সংবিধান কে সামনে রেখে আদালতে বিচার ব্যবস্থা চলে। রাজকীয় ভঙ্গিতে বিচারব্যবস্থা তার মতই চলে। কুকুরের মতো ঘেউ ঘেউ করলে বিচারব্যবস্থা ফিরে তাকায় না । বিচারপতি কৃষ্ণা আইয়ারের বিখ্যাত রায়কে উল্লেখ করে বার কাউন্সিলের মামলার রায় দান করল বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চে।
আরও পড়ুন চীনা মাঞ্জায় পথদুর্ঘটনা এড়াতে হাওড়ার একাধিক বাজারে পুলিশি হানা, আটক ৮
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ এনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে চিঠি দেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব। এই চিঠিও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অক্ষয় কুমার সারেঙ্গী । তার দাবি ছিল বার কাউন্সিলের সদস্য এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নয়। তাই অশোক দেবের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হোক।
আরও পড়ুন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের নয়া চেয়ারম্যান হলেন রবীন্দ্রনাথ ঘোষ
এদিনের রায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয় পূর্বে সুপ্রিম কোর্টের রায়ে আদালত অবমাননার রুল জারির নিদর্শন আছে। কিন্তু এক্ষেত্রে আবেদনকারী যেহেতু শাস্তিমুলক ব্যবস্থা আর্জি জানিয়েছেন। আদালত অবমাননার রুল জারির আবেদন জানান নি । তাই সেই আবেদন মঞ্জুর হতে পারে না। তাই মামলার নিষ্পত্তি ঘোষণা করে হাইকোর্ট।