কলকাতা: গণতান্ত্রিক অধিকারে বাধা হয়ে দাঁড়ানোর জন্য পশ্চিম বর্ধমানের একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে নজিরবিহীন শাস্তি দিল কলকাতা হাইকোর্ট। স্কুলের প্রধান শিক্ষিকা পদ থেকে সরিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কাজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জরিমানাও করা হয়েছে।
পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের একজন শিক্ষক অন্যত্র ট্রান্সফারের জন্য আবেদন করেন। অভিযোগ, নো অবজেকশন দেওয়ার নাম করে প্রক্রিয়াটাকে ঝুলিয়ে রাখা হয়। অভিযোগের তির স্কুলের প্রধান শিক্ষিকার দিকে। এর পর হাইকোর্টে মামলা করেন ওই শিক্ষক।
সেই মামলার ভিত্তিতেই নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। স্কুলের প্রধান শিক্ষিকা ছবি দে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আপাতত ছবি দেবী সহ শিক্ষিকার কাজ করবেন। তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে কোর্ট। হাইকোর্টের নির্দেশ, সব জেলার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরদের এই নির্দেশের কপি পাঠাতে হবে।
আরও পড়ুন: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা