কলকাতা : গার্ডেনরিচ গণধর্ষণকাণ্ডে প্রথম গ্রেফতার। আসগর শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর প্রাথমিক তদন্তে পুলিশের জেরার মুখে নিজের অপরাধ কবুল করেছে ধৃত। ধর্ষণের পর নিগৃহীতার বাড়ি থেকে ১৫লক্ষ টাকা ডাকাতির কথাও স্বীকার করেছে সে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক পেশায় মিস্ত্রি হওয়ায় তার কাছে একটি কাটার ছিল। সেই কাটার ব্যবহার করেই আলমারি থেকে ১৫ লক্ষ টাকা ডাকাতি করে অভিযুক্ত। প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ এমনটাও জানতে পেরেছে, ধৃত যুবকের সঙ্গে অভিযোগকারিণী তরুণীর পুরনো বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। ৭ সদস্যের তদন্তকারী দলে ছিলেন মহিলা আধিকারিকরাও। অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টার মধ্যেই এই দল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে আসগরকে। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে বলে সন্দেহ পুলিশের। একাধিক সিসিটিভির ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেখে তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।