কলকাতা : হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারী এবং চঞ্চল নন্দীর। সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও সঙ্গী চঞ্চল নন্দীকে অন্তর্বর্তীকালীন নির্দেশে রক্ষাকবচ দিয়েছিল বিচারপতি রাজ শেখর মান্তার সিঙ্গল বেঞ্চ।এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। রাজ্যের দাবি, এই রক্ষাকবচ খারিজ করুক ডিভিশন বেঞ্চ। পাশাপাশি শুভেন্দু অধিকারীর মামলা স্থানান্তরের আবেদনও খারিজ করুক ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন : নিরাপত্তারক্ষী মৃত্যু মামলায় শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠাল সিআইডি
এই বিষয়ে আদালতের নির্দেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট অনুযায়ী এই আবেদন গ্রহণযোগ্য নয়। তাই রাজ্যের এই আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতির সুব্রত তালুকদার এবং বিচারপতি ভুটিয়ার ডিভিশন বেঞ্চ। আদালতের মন্তব্য, যেহেতু মামলাটি গ্রহণযোগ্য নয় তাই রাজ্যের আবেদনের বিষয়গুলিও এই বেঞ্চের বিচারের আওতায় পড়ে না। আইনজীবী মহলের মতে, এই রক্ষাকবচ বাতিল করতে গেলে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে হবে। তাই শুভেন্দু অধিকারীর আইনজীবীরা সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে।