বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সিদ্ধান্তকে খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে কোনও ভাবেই উপাচার্য কাজ করতে পারেন না বলে জানালেন বিচারপতি অমৃতা সিনার।
আরও পড়ুন : নিজের শোকজ রুখতেই কী দিল্লি সফরে যাচ্ছেন বিশ্বভারতীর উপাচার্য ?
বিশ্বভারতীর অধ্যাপিকা শ্রুতি বন্দ্যোপাধ্যায় বেতন সংক্রান্ত সমস্যা নিয়ে অভিযোগ জানান। বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী ৮ জন অধ্যাপক নিয়ে গঠিত কর্ম সমিতি এই ধরনের সমস্যা হলে তার শুনানি গ্রহণ করে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছয়। কিন্তু এক্ষেত্রে বিশ্বভারতীর উপাচার্য শুনানির জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করেন। উপাচার্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই অধ্যাপিকা। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, বিশ্বভারতীর নিয়মের বাইরে গিয়ে কোনও ভাবেই সিদ্ধান্ত নিতে পারেন না উপাচার্য। তাই বেতন সংক্রান্ত সমস্যার শুনানি ওই কর্মসমিতিকে নিতে হবে। পাশাপাশি উপাচার্যের সিদ্ধান্তকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।