কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Primary Recruitment Scam) ইডি-র (ED) দায়ের করা মামলায় চার্জ গঠন প্রক্রিয়া আবারও পিছিয়ে গেল। ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অসুস্থতার কারণে সোমবার আদালতে (Calcutta High Court) এই প্রক্রিয়ার শুনানি সম্ভব হয়নি। বিচারপতি জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলে আদালত প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে।
তবে সুজয়কৃষ্ণ ভদ্রের বর্তমান শারীরিক অবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আদালত তাঁর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। এই মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে তদন্তকারী সংস্থা ইডি। সুজয়কৃষ্ণের অসুস্থতার কারণে মামলার অগ্রগতি বারবার থমকে যাচ্ছে। আগামী শুনানিতে আদালতের নির্দেশে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের জন্য মেট্রোর পক্ষ থেকে গ্রহণ করা হল বিশেষ পদক্ষেপ
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, সিবিআই (CBI) আদালত তাঁকে বার বার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই পরিপ্রেক্ষিতে সুজয় কৃষ্ণ ভদ্র সশরীরে বা ভার্চুয়ালি হাজিরা দেননি। ফলে আদালত জানায়, আইনগত দিক থেকে তিনি ইতিমধ্যেই গ্রেফতার আছেন।
দেখুন আরও খবর:
The post পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া! নেপথ্যে কালীঘাটের কাকুর অসুস্থতা? first appeared on KolkataTV.
The post পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া! নেপথ্যে কালীঘাটের কাকুর অসুস্থতা? appeared first on KolkataTV.