কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে নয়া মোড়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখাকে তলব সিবিআই-এর । ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন খুন হন বিজেপি-র এই ট্রেড ইউনিয়নের নেতা ।এরপরই ঘটনার তদন্তভার নেয় লালবাজারের হোমিসাইড শাখা।
তদন্তকারী আধিকারিকদের বুধবার ডেকে পাঠানো হয় সিবিআই দফতরে। সেই মতোই এদিন দুপুরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের শাখার ৩ আধিকারিক ভোট পরবর্তী এই খুনের মামালার তদন্তের সমস্ত নথিপত্র নিয়ে হাজিরা দেয় নিজাম প্যালেস।
আরও পড়ুন গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগাতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা
অভিজিৎ সরকার খুনের মামলায় বিস্তারিত কথা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে। বিশেষত তদন্তের গতি প্রকৃতি জানতেই এদিন আলোচনা হয়।
আরও পড়ুন চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস, মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ২৭ জন
প্রসঙ্গত, চলতি বছর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনঅভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যু হয়।বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎকে বেধড়ক মারধর করেন৷ গেরুয়া শিবিরের অভিযোগ, গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। এর পর পরিবারের সদস্যরা তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যান ৷ চিকিৎসকরা সেখানে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন৷