ওয়েব ডেস্ক: সাতসকালে হাড়হিম করা ঘটনা শহর কলকাতায় (Kolkata)। রক্তে ভিজল কলকাতার নিউটাউন (Newtown)। চাপ চাপ রক্ত দেখা গেল বিধাননগরের নিউটাউনের (Bidhannagar Newtown) তথ্যপ্রযুক্তি (Information Technology) চত্বরে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি এত রক্ত এল কোথা থেকে। স্বাভাবিকভাবেই এখন রক্তের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে (Investigation) নেমেছে পুলিশ।
সূত্রের খবর, সোমবার সপ্তাহের শুরুতে নিউটাউনের ইকো স্পেস তথ্য প্রযুক্তি (Newtown Ecospace IT) সংলগ্ন গীতাঞ্জলি বাসস্ট্যান্ডে (Gitanjali Bus Stand) রক্ত পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ ও অফিসযাত্রীরা। স্বাভাবিকভাবেই ঘটনার জেরে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসস্ট্যান্ডের (Bus Stand) নানান জায়গায় ছড়িয়ে ছড়িয়ে থাকে রক্ত। এই রক্তের উৎস কোথায়? মাঝরাতে বা ভোরের দিকে কি তবে কোনও সংঘর্ষের ঘটনা বাঁধে? কাউকে কি প্রাণে মারা হয়? মূলত নিউটাউনের ওই এলাকায় রোজ বহু অফিসযাত্রীর ভিড় লেগেই থাকে। কারণ ওই এলাকা তথ্যপ্রযুক্তি কেন্দ্র বলেই পরিচিত। এখন নানান প্রশ্ন দানা বাঁধছে।
আরও পড়ুন: ‘২১ জুলাইয়ের পর আর প্রশ্ন থাকবে না’, কেন বললেন দিলীপ ঘোষ?
এই ঘটনা প্রত্যক্ষ করার পরেই স্থানীয়দের তরফে টেকনোসিটি থানায় (Technocity Police Station) খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ (Technocity Police Station)। পুলিশ পৌঁছে ওই নির্দিষ্ট চত্বর ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পুলিশ। ওই চাপ চাপ রক্ত কার? সবটা তদন্তে রয়েছে পুলিশের। ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজও (CCTV) খতিয়ে দেখা হবে পুলিশের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ড এলাকায় এক যুবক যক্ষ্মায় আক্রান্ত। যদিও তা প্রাথমিক অনুমান বলে জানা গিয়েছে। অসুস্থ হয়ে সে এলাকায় রক্তবমিও করতে পারেন। পুলিশ বর্তমানে তাঁর খোঁজ চালাচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানা গিয়েছে। যদিও এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না তাও রয়েছে পুলিশের নজরে।
দেখুন অন্য খবর