কলকাতা: ২ মে ফল প্রকাশের পর রাজ্যের নানা জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর মিলেছিল৷ হাইকোর্টের নির্দেশে সেই সব অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই৷ অতীতের ঘটনাগুলো দেখে রবিবার ভবানীপুর, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ফল প্রকাশের আগে বিজয় মিছিল বন্ধে নবান্নকে ব্যবস্থা নিতে জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ রাজনৈতিক সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ জরুরি বলে মনে করেন কমিশনের কর্তারা৷
এখনও ভোটের ফল ঘোষণা হয়নি৷ কিন্তু জয়ের স্বাদ পেয়ে তিন কেন্দ্রে রাস্তায় নেমে বিজয় উৎসব শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ৷ কিন্তু নবান্নকে চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, গণনার সময় বা গণনার পর কোনও বিজয় মিছিল বা বিজয়োল্লাস করা যাবে না৷ কমিশনের মতে, এতে রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কা থাকে৷ তিন কেন্দ্রের ভোটের ফল বেরনোর পর যাতে কোনও নিবার্চনোত্তর হিংসা না ঘটে সেজন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে জানিয়েছে নির্বাচন কমিশন৷
আরও পড়ুন: বিপুল ভোটে এগিয়ে মমতা, কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের
এদিকে ভবানীপুর উপনির্বাচনে সবুজ ঝড়৷ সেই ঝড়ে খড়কুটোর মত উড়ে গিয়েছে বিরোধীরা৷ বাকি দুটি কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরেও তৃণমূলের জয়জয়কার৷ তবে তিন কেন্দ্রের মধ্যে সবার নজর ভবানীপুরের দিকে৷ ইতিমধ্যে ১৯ রাউন্ড শেষে মমতা এগিয়ে ৫২ হাজার ১৭ ভোটে৷ গতবার শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজারের বেশি ভোটে৷ সেই মার্জিন টপকে গিয়েছেন তৃণমূল নেত্রী৷
তাই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাঁধভাঙা উল্লাস কর্মী-সমর্থকদের। রবিবার সকাল থেকেই হাতে রঙ-বেরঙয়ের প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে তাঁরা ভিড় জমাতে থাকেন কালীঘাটে। পোস্টাল ব্যালটের পর ইভিএমে মমতার এগিয়ে থাকার খবর আসতেই উল্লাস শুরু হয়ে যায়। এর পর প্রতি রাউন্ডে মমতা লিড নেওয়ায় পর রীতিমতো উৎসব শুরু হয়ে যায়। আবীর খেলতে শুরু করে দেন কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন: ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’, গণনার দিনে তৃণমূল কর্মীদের নিশানায় শুভেন্দু
কারোর হাতে ‘খেলা হবে’ লেখা পোস্টার, আবার কেউ গালে সবুজ আবির মেখে উৎসবে মেতেছেন। ঢাক-ঢোল বাজাতে বাজাতে রাস্তায় নেমে পড়েন তাঁরা। একটা সময় পরিস্থিত সামাল দিতে পুলিশকেও রাস্তায় নামতে হয়৷