কলকাতা: শহরের আকাশে হঠাৎ চারটি ড্রোনের (Kolkata Drone) দেখা। ৮ থেকে ১০ টি ড্রোন কলকাতার আকাশে দেখা গিয়েছে। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। সূত্রের খবর, ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। পুলিশ ও সেনাবাহিনীর নজরে এই ড্রোন। কোথা থেকে এল এই ড্রোন? এর পিছনে উদ্দেশ্য কী? তদন্তে নেমেছে সেনা, বায়ুসেনা এবং লালবাজার পুলিশ। সোমবার রাত পৌঁনে দশটা নাগাদ ড্রোনগুলি আকাশে উড়তে দেখা যায় বলে দাবি করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে মহেশতলার দিক থেকে হেস্টিংসের অভিমুখে আসে এই চারটি ড্রোন। সূত্রের খবর, মহেশতলা ও বেহালার দিক থেকে রহস্যময় ড্রোন আসতে দেখা গিয়েছে। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে ড্রোনগুলি। এর পর পাঁচটি ড্রোন চলে যায় পূর্বদিক, অর্থাৎ পার্ক সার্কাসের দিকে। অন্য দু’টি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। দুই রাষ্ট্রের যেখানে উদ্বেগজনক পরিস্থিতি, সেখানে এই ড্রোন ঘিরে স্বাভাবিকভাবেই রহস্য দানা বেঁধেছে। ফোর্ট উইলিয়াম (Fort William) রেড জোন বলে চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাই সোমবার রাতের ড্রোনগুলি নিয়ে রহস্য দানা বাঁধছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে জোড়া চক্রবৎ ঘূর্ণাবর্ত, প্রবল বর্ষণের পূর্বাভাস
ড্রোনটির সিগন্যাল এবং কার্যকারিতা অ্যানালিসিস করছে কলকাতা পুলিশ ও সেনাবাহিনীর আধিকারিকরা। কলকাতার আকাশে রহস্যময় এই চারটি ড্রোনের দেখা পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লালবাজারের তরফে অ্যালার্ট করা হয় দক্ষিণ ও মধ্য কলকাতার সমস্ত থানাকে। রাস্তায় নামে পুলিশ। ড্রোনগুলি কোথায় নামানো হয়েছিল, সেটা ট্র্যাক করা যায়নি। বায়ুসেনা, কলকাতা পুলিশের প্রাথমিক অনুমান, মেটিয়াবুরুজ বা বজবজ এলাকা থেকে সেগুলি উড়তে পারে। তবে কেউ ব্যক্তিগত কাজে সেই ড্রোন উড়িয়েছে নাকি এর পিছনে রয়েছে নাশকতা, সে বিষয়টি আগে নিশ্চিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা। যেকোনো পরিস্থিতিতে কোন নাশকতামূলক কাজকে রুখতে প্রস্তুত সেনাবাহিনী ও কলকাতা পুলিশ।
অন্য খবর দেখুন