কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে (Gautam Pal) এখনই গ্রেফতার (Arrest) করা যাবে না বলে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। এখনই গ্রেফতার করা যাবে না পর্ষদের ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary) পার্থ কর্মকারকেও। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের।
এদিন গৌতম পালের আইনজীবী আদালতে জানান, এই দুর্নীতির প্রসঙ্গে তাঁর মক্কেল কিছু জানেন না। গত বছর অগাস্ট মাসে তিনি পর্ষদের দায়িত্ব নিয়েছেন। এরপরই গৌতমকে গ্রেফতার করা যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গৌতম পাল ও পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বিচারপতি অভিজৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, প্রাথমিক শিক্ষাপর্ষদের বর্তমান সভাপতি সহ অন্য আধিকারিকরা নতুন প্রিন্ট করা কপিকে ডিজিটাইজড কপি বলে দাবি করছেন। আদালত মনে করছে, পর্ষদের সভাপতি ও সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করার প্রযোজনীয়তা রয়েছে। এমনকী সিবিআই মনে করলে প্রযোজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই যাতে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে সেজন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গৌতম পাল।