কলকাতা: সুপ্রিম কোর্টে (Supreme Court) খারিজ হয়ে গেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) আবেদন। প্রায় এক বছরের পুরনো আর্থিক দুর্নীতির অভিযোগে সম্প্রতি তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। অভিযোগকারী আখতার আলির আবেদনের পরিপ্রেক্ষিতে চার সদস্যের ‘সিট’ দ্বারা শুরু হওয়া সেই তদন্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সিবিআইকে (CBI) হস্তান্তর করে। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ।
তিনি বলেন, আদালত আমার বিরুদ্ধে যে সব মন্তব্য করেছে, আপত্তি মূলত তা নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলুক। কিন্তু তার সঙ্গে ধর্ষণের অভিযোগের তদন্তকে জুড়ে দেওয়া সঠিক নয়।
আরও পড়ূন: সাতসকালে সন্দীপের বাড়িতে ইডি, চলছে তল্লাশি
এ নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Chief Justice DY Chandrachud) মন্তব্য, খুন ও ধর্ষণের ঘটনা যখন হয়েছে, তখন সন্দীপ ওই কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। সেই কারণে হাইকোর্ট ওই মন্তব্য করেছে। কিন্তু হাইকোর্ট যেখানে সার্বিক তদন্তের তদারকি করছে, সেখানে অভিযুক্ত হিসেবে সন্দীপের কোনও অবস্থান নেই।
প্রসঙ্গত, সন্দীপ এবং তাঁর স্ত্রী তাঁদের বিরুদ্ধে চলা ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেই আবেদনটিও গত ২১ অগাস্ট খারিজ হয়।
দেখুন অন্য খবর: