নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (West Bengal Government Employees DA )-র ২৫ শতাংশ রাজ্যকে দিতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চার সপ্তাহের মধ্যে সকল রাজ্য সরকারিকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দিতে বলা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এ কথা জানিয়েছে। পরবর্তী শুনানি অগস্ট মাসে।
শুক্রবার ডিএ মামলার শুনানিতে শীর্ষ আদালত রাজ্যেকে বলে, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিন। এর পর রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙভি বলেন, এটা বিপুল পরিমাণ টাকা। এই টাকা দিতে হলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। সাংবিধানিক অধিকার নয়। সম্ভব নয় এটা। এর পাল্টা শীর্ষ আদালত জানায় যে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন অগাস্ট মাসে ধার্য করা হচ্ছে বলে জানান বিচারপতি সঞ্জয় করোল। সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি রাজ্য সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘কর্মচারীদের যে মহার্ঘভাতা প্রাপ্য, সেটা রাজ্য সরকার এত দিন অস্বীকার করছিল। শীর্ষ আদালতের নির্দেশে এটা স্বীকৃতি পেল যে, এটা আমাদের প্রাপ্য। আশা করি শেষ হলে বকেয়া পুরো ডিএ আমরা পাব।’’
আরও পড়ুন: তালিবান মন্ত্রীকে ধন্যবাদ জানালেন ভারতের বিদেশমন্ত্রী
রাজ্য সরকারি কর্মীদের অন্তত ১২৫ শতাংশ ডিএ বকেয়া আছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। তাদের ডিএ ছিল ১৪ শতাংশ। এবার বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হয়। তবে এর পরেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক রয়েছে ৩৫ শতাংশ। শুক্রবার শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিল। ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। ২০২৪ সালের ১ ডিসেম্বরের পর থেকে বার বার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে। ১৮ বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে। আগামী অগস্ট মাসে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
দেখুন ভিডিও