কলকাতা: সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করল বিজেপি। রাজ্যসভাপতি গ্রেফতার হওয়ার পরেই লালবাজারে আসেন বিজেপির মহিলা নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর নেতৃত্বেই শুরু হয় লালবাজারে বিক্ষোভ। আসেন বিজেপির অন্যান্য নেতারা। শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ। প্রায় আধ ঘণ্টা ধরে পুলিসের সঙ্গে বচসা চলে অগ্নিমিত্রার। অবশেষে তাঁকে লাল বাজারে ঢুকতে দেওয়া হয়।
লাল বাজারের পাশাপাশি সুকান্তর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের অন্যান্য জায়গাতেও বিক্ষোভ শুরু করেন বিজেপিকর্মীরা। সুকান্ত গ্রেফতারের আগে মন্তব্য করেছিলেন, হামলায় ইন্ধন দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই কথা রেশ টেনেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি।
দিন কয়েক আগে বিজেপি নেত্রী নূপুর শর্মার এক ধর্মীয় বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শুধু দেশে নয়, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চাপের মুখে পড়ে দিল্লি৷ বেশ কিছু ইসলামিক রাষ্ট্র সেই মন্তব্যের কঠোর সমালোচনা করে৷ দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই নামিয়ে আনার ইঙ্গিতও দেয়৷ আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি অভ্যন্তরীণ ক্ষেত্রেও চাপ তৈরি হয়৷ উত্তরপ্রদেশ, দিল্লির পাশাপাশি বাংলাতেও গত তিনদিন ধরে চলছে প্রতিবাদ৷ যে প্রতিবাদের জেরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
আরও পড়ুন- Firhad Hakim: সুকান্ত-শুভেন্দুদের ভূমিকা নিন্দনীয়, কটাক্ষ ফিরহাদের