শহরে আচমকা হানা দিল দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম। হানা দিয়ে একবালপুর থেকে তাঁরা গ্রেফতার করল আন্তঃরাজ্য কুখ্যাত মাদক মাফিয়া চন্দন কুমারকে। দীর্ঘদিন ধরে তাকে খুজছিল দিল্লি পুলিশের স্পেশাল টিম। গ্রেফতার করার পর চন্দনকে বুধবার হাজির করা হয় আদালতে। আদালতের নির্দেশ মত ৪ দিনের ট্রানজিট রিমান্ডে তাকে দিল্লি নিয়ে চলে যাওয়া হয়। দিল্লিতে নিয়ে গিয়ে তাকে দফায় দফায় জেরা করা শুরু করেছে পুলিশ। সারা দেশ জুড়ে চন্দনের মাফিয়া ব্যবসা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে পুলিশ তা জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই চন্দনের সঙ্গীদের সন্ধানে শুরু হয়েছে জোর তল্লাশি।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ
চন্দন কুমারের আসল বাড়ি বিহারে। তার বয়স ৩৪। দীর্ঘদিন ধরে সে সারাদেশে মাদক ব্যবসা করত। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে তার মাদক ব্যবসার নেটওয়ার্ক। দিল্লির বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে। সেই কারণে অনেকদিন ধরেই চন্দনকে খুঁজে বেড়াচ্ছিল দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের হাত থেকে বাঁচতে কলকাতায় পালিয়ে আসে সে। কলকাতায় এসে সে থাকতে শুরু করে একবালপুরে ভূ-কৈলাশ রোডের একটি ভাড়া বাড়িতে। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে যায় দিল্লি পুলিশের স্পেশাল টিম। তারপরেই সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের দল।
আরও পড়ুন: Breaking: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
সেই খবর পেয়ে মঙ্গলবার রাতে কলকাতায় আসে দিল্লি পুলিশের স্পেশাল টিম। সেখান থেকে গ্রেফতার করা হয় চন্দন কুমারকে। কলকাতায় এসে সে এই শহরেও মাদক ব্যবসার ফাঁদ পেতে ছিল কিনা তা জানতে চন্দনকে জেরা করছে পুলিশ।