কলকাতা : ঘড়ির কাঁটায় ঠিক ৪টে ২০। কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ। তিল ধারনের জায়গা নেই গোটা চত্বরে। গান স্যালুটে সম্মান জানালো হল রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রীকে।
বিধানসভা থেকে বালিগঞ্জের বাড়ি নিয়ে আসা হল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। দুপুর ৩-টে নাগাদ একডালিয়ার বাড়িতে পৌঁছয় সুব্রতর দেহ। শেষ বার দেখতে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে সামনে অগণিত মানুষ ভিড় জমান। করোনা বিধি মেনে তাঁকে শ্রদ্ধা জানান তাঁরা।
রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ২-টোয় বিধানসভায় নিয়ে আসা হয় সুব্রত মুখোপাধ্যায়কে। শুক্রবার সকাল থেকে বাম-ডান নির্বিশেষে বহু মানুষ প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আসেন। সকাল থেকেই দলের নেতার দেহ আগলে ছিলেন ফিরদাহ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা।
বিধানসভায় করোনা বিধি মেনে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দলের মুখ্য সচেতক পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, সুজিত বসু সহ একাধিক বিধায়ক। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করাও রয়েছেন সেখানে। রাজ্যপাল জগদীপ ধনখড়ও শ্রদ্ধা জানান প্রয়াত মন্ত্রীকে।
আরও পড়ুন: ‘সুব্রতদার দেহ আমার পক্ষে দেখা সম্ভব নয়’, মন্ত্রীর শেষ যাত্রায় থাকবেন না মমতা
রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন
বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিট নাগাদ মৃত্যু হয় সুব্রত মুখোপাধায়ের। বয়স হয়েছিল ৭৫ বছর। ২৪ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে যান তিনি। চিকিৎসকের পরামর্শে সেদিনই হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বাড়ায় উডবার্ন ওয়ার্ডের আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হয়। সেখানেই নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ।