কলকাতা : ছাত্র – ছাত্রীদের কেরিয়ার গাইডেন্সের জন্য নতুন পোর্টাল আনতে চলেছে রাজ্য সরকার। এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের কোর্সের সম্পর্কে বিশদে জানতে পারবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করার দিনই এই পোর্টালের বিষয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই পোর্টালের বাস্তবায়নের দিকে এগোল রাজ্য।
এই পোর্টাল শুধুমাত্র স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য। এই পোর্টালের মাধ্যমেই ছাত্র ছাত্রীরা নিজেদের পছন্দের কোর্সের বিষয় জানতে পারবে। তাদের কেরিয়ারের বিষয়ে কাউন্সেলিং করার জন্য থাকবেন এক্সপার্টরা। ফলে তাদের কেরিয়ারের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
এই পোর্টালে প্রায় ৫৫০ টা কোর্স থাকবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড থাকবে। যেটির মাধ্যমে তারা পোর্টালে লগইন করতে পারবে। আগামী ৫ অক্টোবর এই পোর্টালের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উচ্চ শিক্ষা দফতরের সেক্রেটারি মণীশ জৈন। শুক্রবার বিকাশ ভবনে মেধা সিরিজ নামক একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের শেষে এই পোর্টালের বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন – সরকারি আবাসন দখল মামলায় রাজ্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট
গত ৩০ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যার মাধ্যমে দশম শ্রেণি থেকে লোনের প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা। এই কার্ডের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে তারা। ৪০ বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যাবে। সরকারই থাকবে ক্রেডিট কার্ডের গ্যারেন্টার। সব ধরণের ব্যঙ্ক থেকে লোন পাওয়া যাবে।
আরও পড়ুন – সরকারি আবাসন দখল মামলায় রাজ্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট
এই টাকা স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক কোর্স, গবেষণায় খরচ করা যাবে। যারা ১০ পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাঁদের সকলে দেশে বা বিদেশে কোনও প্রতিষ্ঠানে এই টাকায় পড়াশোনা করতে পারবেন। একই সঙ্গে এই ঋণ শোধের ক্ষেত্রেও সুযোগ বেশি। ঋণ গ্রহণের পরবর্তী ১৫ বছরের মধ্যে সফট লোনের মাধ্যমে ফেরত দিতে হবে।