কলকাতা: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) জাল সার্টিফিকেট (Fake Certificate) নিয়েই এক পড়ুয়া পড়ছেন ডাক্তারি পাঠক্রম। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর জানাল এসএসকেএম কর্তৃপক্ষকে। যে অভিযোগ পাওয়া গেছে সার্টিফিকেটকে কেন্দ্র করে তার বৈধতা রয়েছে বলেই জানাল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে।
আরও পড়ুন: নওশাদের গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়কের
অভিযুক্ত ছাত্রের কী অ্যাডমিশন প্রক্রিয়া কি বাতিল হল? এসএসকেএম হাসপাতালে থেকে জানতে চাইল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। কাস্ট সার্টিফিকেটের নম্বর, ছাত্রের নাম, বাবার নাম বলা হচ্ছে তার মধ্যে ফারাক রয়েছে।
এসএসকেএম কর্তৃপক্ষ তাই পাল্টা ব্যাখ্যা চেয়ে চিঠি দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে। চিঠির উত্তর পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেবে এসএসকেএম কর্তৃপক্ষ। ইতিমধ্যেই গোটা বিষয়টি স্বাস্থ্য দপ্তর কথা বলেছে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর এর সঙ্গে বলেও সূত্রের।
দেখুন আরও খবর: