কলকাতা: বৃহস্পতিবার থেকে ভবানী ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ শুরু করেন ২০১৬ সালে এসএসসি থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা (SSC Teachers Agitation)। গতকাল বেলা ১২ টা থেকে শুরু হয় বিক্ষোভ। উত্তপ্ত হতে দেখা যায় ভবানী ভবন চত্বর। শুধু তাই নয়, চাকরিপ্রার্থী এবং পুলিশ জোড়ান হাতাহাতিতে। আর সেই বিক্ষোভের ছবি একই থাকে শুক্রবারও। বৃহস্পতিবার রাতভর অবস্থানের পর, শুক্রবারও উত্তপ্ত হয়ে ওঠে ভবানী ভবন চত্বর। পুলিশি বাধা নিষ্ক্রিয় করতে শুক্রবার সকাল থেকেই চাকরিহারারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করছেন তিনি। আর এই আবহেই, এবার যোগ্য শিক্ষকদের ঐক্য মঞ্চ ডাক দিলেন গণ কনভেনশনের। পাশাপাশি, ধিক্কার মিছিলের।
কিন্তু ধিক্কার মিছিল কেন?
গতকাল বিকাশ ভবন অভিযানে যেভাবে শিক্ষকদের (SSC Jobless Teacher) উপর আক্রমণ করেন পুলিশ, পাশাপাশি পুলিশের উপর যেভাবে আক্রমণ করে শিক্ষকরা, সবমিলিয়ে রক্তাক্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। আর আজও বিক্ষোভ জারি রয়েছে। সেই আবহেই এবার যোগ্য শিক্ষকদের যৌথ মঞ্চের পক্ষ থেকে ডাক দেওয়া হল আজ অর্থাৎ শুক্রবার বিকেলে সাড়ে ৪ টে নাগাদ গণ কনভেনশনের।
আরও পড়ুন: DA মামলাতে এলো সুপ্রিম নির্দেশ, 25% বকেয়া দিতে হবে এখনই, আর কী কী হল?
দেখুন ভিডিও