কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বসে বিক্ষোভ শুরু করলেন চাকরিহারা শিক্ষকরা (SSC Jobless Teacher)। এসএসসি তালিকায় যাঁরা স্কুলে ফিরতে পারেননি সেই চাকরিহারা শিক্ষকেরা বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীর তরফে কোনও আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করবেন বলে জানানো হয়েছে। চাকরিহারা এক শিক্ষকের কথায়, ‘তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের স্কুলে যাওয়ার ব্যাপারে নির্দেশ দিলেও তাঁরা স্কুলে ফেরত যেতে পারেননি। ১৭,২০৬ জনের স্কুলে ফেরত যাওয়ার কথা। কিন্তু তার মধ্যে ১৫ হাজার শিক্ষক স্কুলে যেতে পারছেন। তাদের সমস্যার কথা তারা বিভিন্ন দফতরে বলেছেন। সকলেই আমাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন। শিক্ষা দফতর জানে আমরা স্কুলে যাচ্ছি এবং বেতন পাচ্ছি। কিন্তু আমরা স্কুলে যোগ দিতে পারিনি।’
বিক্ষোভরত এক চাকরিহারা শিক্ষক বলেন, ‘‘কিসের ভিত্তিতে আমরা স্কুলে যেতে পারছি না? কিসের ভিত্তিতে আমাদের অযোগ্য বলা হচ্ছে? তার কোনও সদুত্তর দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বসেছিলাম। আমাদের কেন স্কুলে যেতে দেওয়া হল না, কিসের ভিত্তিতে আমাদের বেতন বন্ধ করা হল, সেই প্রশ্ন রেখেছিলাম। ওঁরা বলেছিলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু বেশ কিছু দিন কেটে গিয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। আমাদের বিষয়ে কী ভাবছেন, সেটা জানতে আমরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছি।
আরও পড়ুন: থানায় হাজিরা দুই চাকরিহারা শিক্ষকের
অন্য খবর দেখুন