কলকাতা: এসএসসি (School Service Commission) -র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে মঙ্গলবার ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এদিন দুপুর ৩টের সময়ে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে শান্তিপ্রসাদকে।এদিন সিবিআই চাইলে শান্তিপ্রসাদকে নিজেদের হেফাজতে নিতে পারবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। ফলে অস্বস্তি আরও বাড়ল শান্তিপ্রসাদের।
এরই মধ্যে সিবিআইয়ের হাজিরা এড়াতে ফের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আবেদন করলেন শান্তিপ্রসাদের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি সিবিআই হাজিরার নির্দেশের উপর স্থগিতাদেশ চান। প্রধান বিচারপতি জানিয়ে দেন, কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চ গঠন করা হবে।
আদালত সূত্রের খবর, শান্তিপ্রসাদের রক্ষাকবচের মেয়াদ সোমবারই শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সার্ভে পার্ক থানার ওসিকে এদিনই বেলা তিনটের মধ্যে শান্তিপ্রসাদের সিবিআই দফতরে হাজিরা সুনিশ্চিত করতে হবে। এদিনই আবার অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিৎ কুমার বাগের কমিটির কাছে হাজিরা দেওয়ার কথা শান্তিপ্রসাদের।
আরও পড়ুন- SSC Recruitment: এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্যকে সিবিআই হেফাজতে নিতে পারবে, নির্দেশ হাইকোর্টের
এসএসসির শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত ১২টি মামলার বিচার চলছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্য সরকার ২০১৯ সালের নভেম্বর মাসে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছিল। আদালত ওই কমিটিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কমিটির সদস্যদের সিবিআই দফতরে হাজিরা দেওয়া নিয়েই টানাপড়েন চলছে। আদালতের নির্দেশে সোমবার কমিটির চার সদস্যকে টানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই সংক্রান্ত রিপোর্টও সিবিআই মঙ্গলবার আদালতে পেশ করে।