কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয়ে বদল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানো হল এসএসসি সংক্রান্ত মামলা থেকে।
আদালত সূত্রে খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি সংক্রান্ত কোনও মামলা আর পাঠানো হবে না। এবার থেক এসএসসি সংক্রান্ত মামলা বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত বিচারের কাজ করবেন। পাশাপাশি, বিচারপতি কৌশিক চন্দ বিচার করবেন কলেজ, বিশ্ববদ্যালয়ের বিভিন্ন বিচারের কাজ। পুলিসি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার দায়িত্বভার দেওয়া হয়েছে বিচারপতি শম্পা সরকারকে। এমন বিচার্য বিষয় বদল রুটিন বলে হাইকোর্ট সূত্র খবর।
আদালত সূত্রে খবর, এসএসসির যে মামলাগুলি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তা সবই থাকবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই। পাশাপাশি, এতদিন পুলিসের নিষ্ক্রিয়তা ও অতিসক্রিয়তার মামলাগুলি শুনতেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এখন থেকে সেইসব মামলা শুনবেন বিচারপতি শম্পা সরকার। আদালত সূত্রের খবর, সোমবার থেকে এই বিচার্য বিষয় বদল কার্যকর হবে।
আরও পড়ুন: Kanpur Violence: বিজেপি নেত্রীর মন্তব্যের জের, গোষ্ঠী সংঘর্ষে উত্তাল কানপুর, গ্রেফতার ৩৬