কলকাতা: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্য সরকার পাঁচ জনের যে উপদেষ্টা কমিটি গড়েছিল, সেই কমিটিকেই বেআইনি বলে জানিয়ে দিল বিচারপতি রঞ্জিত বাগের বিচারবিভাগীয় কমিটি। একই সঙ্গে কমিটির সুপারিশ, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, স্কুল সার্ভিস কমিশনের দুই প্রাক্তন চেয়ারম্যান, উপদেষ্টা কমিটির দুই সদস্যের বিরুদ্ধে ফৌজদারি ধারায় এফআইআর রুজু করে তদন্ত করতে হবে। কমিটির মতে, গোটা প্রক্রিয়াটি একটি বৃহত্তর ষড়যন্ত্র।
সোমবারই বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি কৃষ্ণ রাও-এর ডিভিশন বেঞ্চে এসএসসির মামলাগুলির শুনানি শুরু হয়। বিচারপতি বাগ কমিটির রিপোর্টও এদিন এই বেঞ্চে পেশ করা হয়। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। বিচারপতি তালুকদার বলেন, আমি দ্রুত মামলার নিষ্পত্তি করতে চাই। বাগ কমিটি যে রিপোর্ট দিয়েছে, তা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সুরক্ষিত রাখার নির্দেশ দেন তিনি।
গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকেই ভূরি ভূরি অনিয়মের অভিযোগ উঠেছে। বেশ কিছু অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছিল, নিয়োগে বিস্তর দুর্নীতি হয়েছে।
২০১৯ সালের ১ নভেম্বর রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছিল। ওই কমিটির মাথায় বসানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে। বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির পিছনে এই কমিটির ভূমিকা রয়েছে বলে রায় দেন। অতীতে একক বেঞ্চের বিভিন্ন রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গড়ে দেন। এদিন সেই কমিটিরই রিপোর্ট পেশ করা হল আদালতে।
আরও পড়ুন: SSC Calcutta HC: এসএসসির গ্রুপ ডি পদে ৩০৮টি বেআইনি নিয়োগ, বলল বাগ কমিটি
ওই রিপোর্টে যে সমস্ত সুপারিশ রয়েছে, সেগুলির সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ অনেকাংশেই মিলে যাচ্ছে। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই কমিটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। বাগ কমিটি শান্তিপ্রসাদের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটিকেই সম্পূর্ণ বেআইনি বলে জানিয়ে দিল। কমিটির সুপারিশ, শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যের বিরুদ্ধে জালিয়াতির মামলা করে এফআইআর করতে হবে। এছাড়া এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ কমিশনের অফিসার শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শুভ্রজিৎ চট্টোপাধ্যায় এবং শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করতে হবে। এখানেই শেষ নয়, মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কমিশনের দুই প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার ও অশোক সাহা, শান্তিপ্রসাদ এবং সমরজিৎ আচার্যের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে ফৌজদারি পদক্ষেপ করার কথা বলা হয়েছে বাগ কমিটির সুপারিশে।