কলকাতা: মাঝখানে আর মাত্র দুটো দিন, তারপরেই নতুন বছর। সবাই উৎসবে মেতে উঠে আহ্বান করবে নতুন বছরের। ইতিমধ্যেই ক্রিসমাস উপলক্ষ্যে সেজে উঠেছে তিলোত্তমা। আর উৎসবের আলোয় মাতোয়ারা সমস্ত দর্শক। সঙ্গে বর্ষবরণের রাতে ভিড় হবে রাস্তায়। তাই জনসাধারণের কথা মাথায় রেখে এবার মেট্রোর পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে বিশেষ পদক্ষেপ।
কোন যাত্রীর যাতে বাড়ি ফিরতে বা নিজের গন্তব্য স্থানে যেতে অসুবিধা না হয় সেই কথাকে মাথায় রেখে মেট্রোর তরফ থেকে বেশ কিছু বাড়তি ট্রেন চালানো হবে বলে জানানও হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
আরও পড়ুন:পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার নয়া পদক্ষেপ রাজ্যের
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর দুই লাইনেই চলবে বার্তি ট্রেন। মেট্রো সূত্রে খবর , দক্ষিণেশ্বরে থেকে কবি সুভাষ পর্যন্ত বিশেষ ট্রেন চলবে রাত ১০ টা ৪৮ এ , এরপরে ১১:০৩ এ এবং ১১:১৮ তে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বা ট্রেনের সময়সীমা হল ১০:৫৫ , ১১:১০ এবং ১১:২৫ এ। আর এর জেরে বহু মানুষ উপকৃত হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতেও ক্রিসমাসের কথা মাথায় রেখে এবং যাত্রী সুবিধার্থের কথা মাথায় রেখে গ্রহণ করা হয় বিশেষ পদক্ষেপ। সেদিনও রাত অবধি চলে ট্রেন। আর এবার ৩১ ডিসেম্বর রাতের কথা মাথায় রেখে মেট্রোর পক্ষ থেকে গ্রহণ করা হল এই পদক্ষেপ। অন্যদিকে বাকি মেট্রো লাইনে যেমন মেট্রো চলে তেমনটাই চলবে বলে জানানও হয়েছে মেট্রোর তরফ থেকে।
দেখুন অন্য খবর
Powered by how to embed youtube video and
The post ৩১ ডিসেম্বরের জন্য মেট্রোর পক্ষ থেকে গ্রহণ করা হল বিশেষ পদক্ষেপ first appeared on KolkataTV.
The post ৩১ ডিসেম্বরের জন্য মেট্রোর পক্ষ থেকে গ্রহণ করা হল বিশেষ পদক্ষেপ appeared first on KolkataTV.