কলকাতা: সাত বছর পরে আবার সরকারি পদে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্যদের নয়া চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায়। দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর বৈঠকের পরেই এ দিন সরকারিভাবে ঘোষণা হয় এই নিয়োগের। এই নিয়োগের মাধ্যমে শোভনের রাজনীতিতে ফের প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছে। অভিষেকের সঙ্গে বৈঠকে অবশ্য শোভনের সঙ্গে বৈশাখী ছিলেন। তবে মমতার সঙ্গে একাই সাক্ষাৎ করেন শোভন।
২০১৮ সালে কলকাতার মেয়র পদে ইস্তফা দিয়েছিলেন শোভন। তারপর গঙ্গা দিয়ে বয়ে দিয়েছে অনেক জল। কয়েক বার দিদির বাড়িতে ভাইফোঁটাও নিতে গিয়েছিলেন। দিদির প্রিয় কানন তৃণমূল থেকে পা রেখে ছিল বিজেপিতে। ২০২১ সালের আগে বৈশাখী-সহ শোভন দিল্লিতে গিয়ে বিজেপিতে-ও যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানেও থিতু হতে পারেননি। পরে অবশ্য পদ্মশিবিরের প্রতি বিরূপ হয়ে দল ছেড়ে দেন। বিজেপি ছেড়ে একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। অভিষেকও ঘনিষ্ঠবৃত্তে বলেছেন, সেপ্টেম্বরে হঠাৎ শোভন তাঁর সঙ্গে দেখা করতে চান। তার পর তিনি দেখা করেন। তার কিছুদিন পর দার্জিলিংয়ে গিয়ে তৃণমূলনেত্রী মমতার সঙ্গে সাক্ষাৎ করেন শোভন। দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শোভনের কামব্যাক। NKDA-র চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের পরেই এ দিন সরকারিভাবে ঘোষণা হয় এই নিয়োগের।
আরও পড়ুন: রাজ্যে গাড়ির জাল ফিটনেস সার্টিফিকেটের রমরমা, কড়া ব্যবস্থা নিতে চলেছে পরিবহন দফতর
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শোভনের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতাকে গুরুত্ব দিয়েছেন। কলকাতা পুরসভার মেয়র হিসেবে শোভনের মেয়াদকালে শহর উন্নয়ন ও নগর পরিকাঠামোয় একাধিক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছিল। এবার নিউটাউন উন্নয়ন পর্ষদ বা NKDA (New Town Kolkata Development Authority)-র চেয়ারম্যান হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই আশা প্রশাসনের। রাজনৈতিক মহলের মতে, শোভন চট্টোপাধ্যায়ের এই প্রত্যাবর্তন তৃণমূলের জন্য এক কৌশলগত পদক্ষেপ। তৃণমূলের একাংশের দাবি, দিদির প্রিয় কানন এখনও দলের ‘অন্তরের মানুষ’। রাজ্যের উন্নয়নের স্বার্থে তাঁকে দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী পুরনো সম্পর্ক ও আস্থার বার্তা দিয়েছেন। কালীপুজোর পরেই কি তা হলে শোভন তৃণমূলে ফিরছেন? অভিষেক বলেছেন, ‘‘সবটাই দলনেত্রী ঠিক করবেন।’’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত প্রাক্তন মেয়র বলেন, “আমাকে দিদি আজ এই গুরুদায়িত্ব দিয়েছেন। আমি সাধ্যমত এই দায়িত্ব পালন করব। নিউটাউন–রাজারহাটকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।
অন্য খবর দেখুন