কলকাতা : পুলিশের হাত থেকে বাঁচার জন্য দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ছিল শহরের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। কিন্তু এবার আর নিজেকে বাঁচাতে পারল না সে। বৃহস্পতিবার গভীর রাতে বাগুইআটির কৈখালী এলাকার সপ্তপদী অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ।
সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে শহরের বিভিন্ন থানায়। কসবা এলাকার কুখ্যাত সমাজবিরোধী এই সোনা পাপ্পু। তাকে দীর্ঘদিন ধরে খুজছিল গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর শুক্রবার তাকে হাজির করা হয়েছে আদালতে। ৪০ বছর বয়সী সোনা পাপ্পু কয়েক বছর ধরেই কসবা এলাকার ত্রাস হয়ে উঠেছিল। খুন, তোলাবাজিসহ একাধিক সমাজবিরোধী মূলক কাজ কর্মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার প্রধান প্রতিপক্ষ ছিল মুন্না পান্ডে। ভয় দেখিয়ে টাকা আদায় করা ছিল যার কাছে নিমিষের ব্যপার।
আরও পড়ুন – ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ কলকাতা পুরসভার
কয়েকদিন আগে জামিনে মুক্তি পাওয়ার পর প্রেসিডেন্সি জেল থেকে বেজ হতে যায় মুন্না পান্ডে। সেই সময় তাকে খুন করার জন্য ফিল্মি কায়দায় আক্রমণ চালায় সোনা পাপ্পু বাহিনী। লোহার রড, হকির স্টিক এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা মুন্না পাণ্ডের ওপর চড়াও হয়। সেই খবর পেয়ে লালবাজারের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছান। গ্রেফতার করা হয় সোনা পাপ্পু অনুগামীদের। কিন্তু সে যাত্রায় পালিয়ে যায় সোনা পাপ্পু।
আরও পড়ুন – উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামায় অসন্তুষ্ট আদালত, স্থগিত রায়দান
তখন থেকেই তাকে গ্রেফতারের জন্য খুঁজে বেড়াচ্ছিল গোয়েন্দা পুলিশ। এদিন রাতে বিশ্বস্ত সূত্রে পুলিশ খবর পায়, বাগুইআটি কৈখালী সপ্তপদী এপার্টমেন্টে লুকিয়ে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার সোনা পাপ্পু। সেই খবর পেয়ে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ওই অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে। গ্রেফতার করা হয় সোনা পাপ্পু কে।