বেহালা : কোনও গোষ্ঠী সংঘর্ষ বা দুষ্কৃতীদের হামলা নয়। ছেলে ও বাবার মধ্যে বচসার জেরে চলল গুলি। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেহালার সরসুনা থানার নস্কর পাড়ায়।
আরও পড়ুন : ঘরের দরজায় নির্যাতিতার স্বামীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
এই গুলি চালানোর ঘটনায় জখম হয়েছেন ছেলে পবন কুমার (২৩)। তাঁর পায়ের বুড়ো আঙুলে গুলি লেগেছে বলে জানা গেছে। আপাতত তিনি কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাবা প্রমোদ কুমারের (৫৩) সঙ্গে বৃহস্পতিবার রাতে পবনের ধস্তাধস্তি হয়। সেই সময় বাবার বন্দুক থেকে গুলি চলে, জখম হন পবন। এই ঘটনায় সরসুনা থানার পুলিশ জিজ্ঞেসাবাদ করছে প্রমোদ কুমারকে। সূত্রের খবর, মদ্যপ অবস্থায় প্রমোদ গুলি ভর্তি বন্দুক নিয়ে বাড়ির মধ্যে ঘুরছিলেন। সেই দেখে পবন তাঁর হাত থেকে বন্দুক কেড়ে নিতে গেলরে শুরু হয় ধস্তাধস্তি। কিন্তু বন্দুক ছিনিয়ে নিতে গেলে সেটি ছিটকে হাত থেকে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বন্দুক থেকে গুলি চলে। ফলে ঘটনস্থলে জখম হন পবন। এরপর পরিবারের লোকজন তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সিএনএমসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ পবনের বয়ানও রেকর্ড করেছে। প্রমোদ একজন প্রাক্তন সেনাকর্মী বলে জেরায় জানতে পেরেছে পুলিশ। তারা এই ঘটনার তদন্ত জারি রেখেছে।